
ঢাকা: তিন বছরে সন্ত্রাসীদের ছয় হাজার ৮৯১ অস্ত্র এবং ৭২ হাজার ১৮ রাউন্ড গুলি করায়ত্ত্ব করেছে সরকার। এর মধ্যে পুলিশ ছয় হাজার ৭২৩টি বিভিন্ন ধরণের অবৈধ অস্ত্র ও ৬৮ হাজার ৮৯৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে। একইসময়ে কোস্টগার্ড ১৬৮টি আগ্নেয়াস্ত্র ও তিন হাজার ১২০ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
চলতি মাসের প্রথম সপ্তাহে জাতীয় সংসদে উত্থাপিত বাজেট প্রস্তাবের সঙ্গে সংযুক্ত এক বিবরণীতে এ তথ্য মিলেছে। একই সময়ে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রচুর পরিমাণ মাদকও উদ্ধার হয়েছে বলে জানা গেছে।
সূত্রে প্রকাশ, বিগত তিন অর্থ বছরে পুলিশ ২২০ কেজি ৪০ গ্রাম হেরোইন, ৭২ হাজার ৭৭২ কেজি গাজা, ৮৭ হাজার ৯১৬ বোতল বিদেশী মদ, এক কোটি ১৪ লাখ ৯৯ হাজার ১৪১ পিস ইয়াবা উদ্ধার করেছে। একইসময়ে কোস্টগার্ড ১১ লাখ আট হাজার ৩৯০ পিস ইয়াবা এবং ৫৫ হাজার ৬৪৪ বোতল বা ক্যান মাদক উদ্ধার করেছে।
ওই তিন বছরে মাদকদ্রব্য অধিদপ্তর, ৩১ হাজার ১৬৪ কেজি হেরোইন, নয় হাজার ৯৪৬ কেজি ৮৮১ গ্রাম গাজা, নয় লাখ ৫৩ হাজার ৫৫৯ পিস ইয়াবা ও এক লাখ ৩০ হাজার ৯৭২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। এছাড়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’ও প্রচুর টাকার অবৈধ চোরাই মাল উদ্ধার করেছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে