
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সরকার একের পর এক দেশবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। তারা রাষ্ট্রের বিরুদ্ধে গোপনে অনেক কিছু করছে, যা দেশের স্বার্থবিরোধী।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইস্কাটনের লেডিস ক্লাব মিলনায়তনে ২০ দলীয় জোট শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, পুরো দেশ আজ কারাগারে পরিণত হয়েছে। এ অভিযানের উদ্দেশ্য জঙ্গি নির্মূল নয়, বিরোধী দল দমন। অভিযানের নামে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এক সপ্তাহের অভিযানে ১২ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকার ব্যর্থ, অযোগ্য, অথর্ব, দুর্নীতিবাজ, খুনি, অত্যাচারী, গুম-হত্যাকারী। কাজেই দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমাদের মূল কথা হলো গণতন্ত্র ফিরিয়ে আনা, দেশটাকে রক্ষা করা, মানুষের কল্যাণ করা।
সাবেক প্রধানমন্ত্রী বলেন, এই সরকার অন্যের নামে রাষ্ট্রদ্রোহের বিচার দিয়ে বেড়ায় কিন্তু এরা নিজেরাই রাষ্ট্রদ্রোহী। রাষ্ট্রের বিরুদ্ধে এরা গোপনে অনেক কিছু করছে, যেটা জনগণ জানে না এবং যেটা দেশের স্বার্থের পরিপন্থী।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/জাই