সরকার পতন চায় ১০ হাজার জিহাদি

ডেস্কঃ বাংলাদেশের বর্তমান সরকারের পতন চায় ১০ হাজার জিহাদির একটি চক্র। মঙ্গলবার এমনটা দাবি করেছে লন্ডনের পত্রিকা ডেইলি স্টার।
পত্রিকাটি বলেছে, ‘নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহীদিন বাংলাদেশ’র (জেএমবি) ১০ হাজার সদস্যের শক্তিশালী নেটওয়ার্ক দেশের বর্তমান সরকার অপসারণ করে শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চায়। তারা আইএআইএস’র (ইসলামিক স্টেইট অব ইরাক এন্ড সিরিয়া) আদলে কোরানি শরিয়া নির্ভর একটি সমাজ গড়ার আশায় আছে।’
‘টু জিহাদিস কিলড ইন এক্সপ্লোসিভ সিটি সেন্টার স্যুটআউট’ শিরোনামে প্রকাশিত এ সংবাদটি মূলত ঢাকায় পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে দুই ‘কথিত’ জঙ্গী নিহত হওয়ার ঘটনা নিয়ে লেখা হয়েছে। পত্রিকাটির রিপোর্টার মারগি মারফি’র এই প্রতিবেদনটি হুবুহু প্রকাশ করেছে ‘রিপোর্ট ইউকে’ নামের আরেকটি অনলাইন নিউজ পোর্টাল।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে/এসজি