‘সরকার -৩’ থেকে অভিষেক-ঐশ্বরিয়া বাদ

ডেস্ক: সরকার সিরিজের ‘সরকার -৩’ সিনেমায় দেখা যাবে না অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনকে। পরিচালক রাম গোপাল ভার্মা এক টুইটার বার্তায় নিজেই এই তথ্য জানিয়েছেন।
সরকার সিরেজের দ্বিতীয় সিনেমা ‘সরকার রাজ’-এ অভিনয় করেছিলেন অভিষেক ও ঐশ্বরিয়া। তবে কাহিনীর প্রয়োজনে পরবর্তী ছবিতে তারা থাকছেন না বলে জানিয়েছেন রাম গোপাল ভার্মা।
তিনি আরো জানিয়েছে, আগামী ২৬ আগস্ট ’সরকার-৩’ ছবির পোস্টার উন্মোচন করা হবে।
অবশ্য অমিতাভ ছবিতে থাকছেন কি থাকছেন না সেটিও জানাননি রাম গোপাল ভার্মা। খুব শিগগিরই ছবির পাত্র-পাত্রীর নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি। সূত্র: ডিএনএ।
প্রতিবেদন ও সম্পাদনা: শিপন আলী