
বরিশাল: পেট্টোল বোমা মেরে ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলায় বিএনপি’র যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারসহ বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশীট (অভিযোগপত্র) দাখিল করেছে পুলিশ।
সরকার বিরোধী আন্দোলনে অবরোধ কর্মসুচি পালনের ঘটনায় দায়ের হওয়া ওই মামলার আসামী হিসেবে তাদের অভিযুক্ত করে তদন্তকারী কর্মকর্তা একই থানার এসআই সাইদুল হক সোমবার উপস্থাপনের জন্য আদালতে এই চার্জশীট জমা দিয়েছেন। মামলা থেকে ৬ আসামীকে অব্যাহতি দেয়ার জন্য বিচারকের কাছে আবেদন জানিয়েছেন তিনি।
আদালতের সরকারী নিবন্ধনকারী (জিআরও) কর্মকর্তা আশীষ পাল জানান, ২০১৫ সালের ২৩ জানুয়ারী নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে রাত সাড়ে ১১টায় ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালক শফিউদ্দিন আহত হন। পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় ওই রাতেই কোতয়ালী মডেল থানায় এএসআই শরিফ হোসেন বাদী হয়ে মামলা করেন।
মামলায় অভিযুক্তরা হলেন- বিএনপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর মীর একেএম জাহিদুল ইসলাম, ২৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ফিরোজ আহম্মেদ, ২৬ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ফরিদ উদ্দিন হাওলাদার, ২৫নং ওয়ার্ড ছাত্রদলের সাধারন সম্পাদক মো. মহিউদ্দিন, ২৪নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান ওরফে চুন্নু মৃধা, কোষাধ্যক্ষ আসাদুল্লাহ আসাদ, মামুন মোল্লা, ২৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি ফরিদ আহম্মেদ।
২৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি কবির হোসেন খান, সাধারন সম্পাদক কাওসার মোল্লা, একই ওয়ার্ডের ছাত্রদলের সভাপতি অলিউল ইসলাম পিন্টু, যুবদল নেতা সোহাগ, ইসলাম খান, দুলাল ফকির, মনির হোসেন ওরফে নেতা মনির, রুবেল চৌধুরী ওরফে মজনু, হারুন, বিএনপি নেতা মো. বাচ্চু, শাকিল খান, স্বেচ্ছাসেবক দলের নেতা সামসুল কবির ফরহাদ,২৬নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি বাচ্চু ফরাজী, মো. আব্দুল আজিজ খলিফা ও কামরুল হাসান। এছাড়াও মামলায় পশ্চিম জেলা জামায়াত ইসলামের আমীর মো. হাবিবুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক এ্যাড. পলাশ, মহানগর জামায়াতে ইসলামের রোকন মো. শামিম কবির, হিরন মিয়া ও মো. ফিরোজ আলম।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমআই/এসজি