
সাতক্ষীরা: সর্বরোগের চিকিৎসক হিসেবে পরিচিত আলী মোহাম্মদ মুন্নাকে প্রতারণার অভিযোগে পুলিশ আটক করেছে। আটকের পর রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদ হোসেন তাকে দুই মাসের কারাদণ্ড দেন।
তালা উপজেলার জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বলেন, “সর্বরোগের চিকিৎসক আলী মোহাম্মদ জালালপুর গ্রামের শেখ শওকত আলীর ছেলে। আল্লাহর দান প্রতিষ্ঠান খুলে তিনি সর্বরোগের চিকিৎসা করে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।”
তিনি আরো বলেন, “গ্রামাঞ্চলে এ ধরনের অনেক লোক রয়েছে, যারা এ ব্যবসা করে সাধারণ মানুষজনকে ধোঁকায় ফেলে। আলী মোহাম্মদও মানুষকে ধোঁকায় ফেলছিলেন। তার পেছনে স্থানীয় কিছু মানুষের প্রশ্রয়ও রয়েছে।”
তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া বলেন, “পাঁচ বছরের বেশি সময় ধরে আলী মোহাম্মদ সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। এটি জানার পর তাকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে দুই মাসের কারাদণ্ড দেন।”
গ্রন্থনা ও সম্পাদনা: আবু তাহের