সংবাদ সংক্ষেপ: মধ্যরাত

ডেস্কঃ পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর মোবাইল ফোনে ছেলে আকতার মাহমুদ মাহিরের স্কুল সংক্রান্ত কোন এসএমএস’ ই আসেনি। মিতুর ফোনের কললিস্ট চেক করে এমন তথ্য জানিয়েছে পুলিশ। তবে, মিতুর মোবইল ফোনটি এখনো উদ্ধার করা যায়নি।
- সৌদি আরবে ৫ দিনের সরকারি সফর শেষে মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে শেখ হাসিনা এ সফরে যান। গত জানুয়ারিতে বাদশাহর শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী এ সফরে গেলেন।
- বাংলাদেশের ব্যাপারে ইসরাইলের আগ্রহ নিয়ে ভিনদেশি গণমাধ্যমগুলোও বেশ আগ্রহী। এ নিয়ে প্রচুর প্রতিবেদনের পর এখন বিশ্লেষন প্রকাশও শুরু হয়েছে। এমনই এক বিশ্লেষনে বলা হয়েছে, ‘বাংলাদেশের সরকার বলছে সেদেশে আইএসআইএল বা দায়েশ নেই এবং এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি। কিন্তু বাস্তবতা হলো, আইএসআইএল এবং জেএমবি’র মধ্যে তেমন কোনো পার্থক্য নেই।’
- বাংলাদেশের বর্তমান সরকারের পতন চায় ১০ হাজার জিহাদির একটি চক্র। মঙ্গলবার এমনটা দাবি করেছে লন্ডনের পত্রিকা ডেইলি স্টার। পত্রিকাটি বলেছে, ‘নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহীদিন বাংলাদেশ’র (জেএমবি) ১০ হাজার সদস্যের শক্তিশালী নেটওয়ার্ক দেশের বর্তমান সরকার অপসারণ করে শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চায়।
- আইসিসির বড় যেকোন টুর্নামেন্টে ভারত-পাকিস্তান একই গ্রুপে পড়বে এটা যেন ক্রিকেটের দেবীর পূর্ব লিখিত শর্ত। অন্তত দুই দেশের ক্রিকেট ভক্তরা এমনটাই বিশ্বাস করে আসছে এতোদিন। তবে সেই বিশ্বাস এবার ভাঙতে চললো, কারণ আইসিসির ‘পাতানো’ ড্রয়ের ফলেই বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি হয় বলে জানা গেছে।
- জাতীয় সংসদে চলতি ২০১৫-১৬ অর্থবছরের জন্য ১৯ হাজার ৮০৩ কোটি ৬২ লাখ ৮৮ হাজার টাকার সম্পূরক বাজেট পাস হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২ জুন ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশের সঙ্গে এই সম্পূরক বাজেটও পেশ করেন।
- খুলনায় হযরত খানজাহান আলী (র.) বিমানবন্দর নির্মাণের প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ফাস্টট্র্যাক’ প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে। তিন বছরের মধ্যে, অর্থাৎ ২০১৯ সালে এর নির্মাণ কাজ সমাপ্ত হবে। এটি নির্মাণের জন্য ৫৩৬ একর জমি অধিগ্রহণ করবে সরকার।
- পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে জড়িতদের রেহাই দেয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে সৌদি আরবের মদিনায় হিলটন হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।
- রমজান ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানীতে অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম্য বেড়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থান থেকে এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
- আগামী ৪ আগস্ট থেকে এ বছরের হজ ফ্লাইট শুরু হয়ে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ফ্লাইট চলবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘এ বছর এক লাখ এক হাজার ৭৫৮ জন বাংলাদেশি নাগরিক পবিত্র হজ পালন করতে পারবেন। ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করা হবে ১৭ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত।
- কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে আটক হাইকোর্টের বিএনপিপন্থী আইনজীবি ব্যারিস্টার শাকিলা ফারজানা। মঙ্গলবার চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পান তিনি।
- রজমানের প্রথম দিনে এতিমদের সঙ্গে ইফতার করলেন দেশের সাবেক দুই রাষ্ট্রপ্রধান বেগম খালেদা জিয়া ও হুসেইন মুহম্মদ এরশাদ। মঙ্গলবার সন্ধ্যায় লেডিস ক্লাবে ওলামা-মাশায়েখ এতিমদের সঙ্গে ইফতারে অংশ নেন সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি প্রধান খালেদা।
- রমজানে দেশিয় বাজারে পণ্য মূল্য অস্বাভাবিকভাবে হারে বৃদ্ধির খবর সঠিক নয়। এমনটাই দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। জাতীয় সংসদে উত্থাপিত এক প্রশ্নের জবাবে তিনি সরকারের এই অভিমত প্রকাশ করেন।
- রাজধানীর অনেকে বেশ আগেভাগেই ঈদ কেনাকাটা সাড়ছেন। এর মধ্যে তৈরী পোশাক সামগ্রী কেনার হারই বেশি। সোম ও মঙ্গলবার রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে এমনটাই জানতে পেরেছেন নিউজনেক্সটবিডি ডটকম – এর প্রতিবেদকরা।
- ঐতিহ্য আরা বাহারি জাতের ইফতারীর দোকানগুলোতে রমজানের প্রথম দিনেই উচ্চেপড়া ভিড়। মোগল আমলের খাবার থেকে শুরু করে বর্তমান সময়ের খাবার কিছুই যেন বাদ যায়নি ইফতারের তালিকায়।
- রোজার কিছু দিন আগে থেকেই নগড় জুড়ে শুরু হয়েছে তীব্র যানজট। আর মঙ্গলবার দুপুর থেকে থেমে থেমে বৃষ্টির কারণে এই দূর্ভোগ বেড়েছে বহু গুণে। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি, সায়েন্সল্যাবরেটরি, শাহাবাগ, বাংলামোটর ও ফার্মগেট এলাকা ঘুরে দেখা যায়, যাত্রী বোঝাই গণপরিবহণের দীর্ঘ লাইন। নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে ভোগান্তিকে সঙ্গি করেই হাঁটতে শুরু করেন অনেককেই।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস