
টাঙ্গাইল: পূর্ব শত্রুতার জের ধরে সহপাঠীর ছুরিকাঘাতে মোহাম্মদ আল আমিন (১৬) নামের এক কলেজছাত্র খুন হয়েছে। কালিহাতী উপজেলার আউলিয়াবাদের আলাউদ্দিন সিদ্দিকী ডিগ্রি কলেজে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
কালিহাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান মিয়া বলেন, “আলাউদ্দিন সিদ্দিকী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আল আমিন ও চাঁন মাহমুদের মধ্যে রোববার সকালে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আল আমিন তার বন্ধুদের নিয়ে চাঁন মাহমুদের মোটরসাইকেল ভাঙচুর করে। এরই জের ধরে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁন মাহমুদ ধারালো অস্ত্র নিয়ে কলেজে ঢোকে।”
ওসি আরো বলেন, “ সময় কলেজ ক্যাম্পাসে আল আমিনকে কুপিয়ে সে মারাত্মক আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় আল আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দুপুরের দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ চাঁন মাহমুদকে আটক করেছে। নিহত ও আটক দুজনেই ওই কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান শাখার ছাত্র।”
গ্রন্থনা ও সম্পাদনা: আবু তাহের