সাঁওতাল পল্লীতে গুলি, সরকারকে জ্যোতির্ময় বড়ুয়ার নোটিশ

ঢাকা: সাঁওতাল পল্লীতে হামলা, লুটপাট. উচ্ছেদ এবং গুলির ঘটনায় কী পদক্ষেপ নেয়া হয়েছে, তা জনতে চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।
তিনি নিউজনেক্সটকে বলেন, “সাঁওতাল পল্লীর দুই বাসিন্দা দিজেন টুডু ও গনেশ মুরমোর পক্ষে মঙ্গলবার দুপুরে ডাক ও রেজিস্ট্রি যোগে সরকারি মহলে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। নোটিশে জানতে চাওয়া হয়েছে, গাইবান্দার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে ৬ নভেম্বর হামলা, লুটপাট. উচ্ছেদ এবং গুলির ঘটনায় সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেয়া হয়েছে।”
জ্যোতির্ময় বড়ুয়া আরো বলেন, “একইসঙ্গে আরো জানতে চাওয়া হয়, কোন কর্তৃত্ববলে সাঁওতাল পল্লীতে গুলি চালানো হয়। ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের লিখিত ব্যাখা না দিলে হাইকোর্টে রিট আবেদন করা হবে।”
গ্রন্থনা ও সম্পাদনা: তাহের