
ডেস্ক: সাঁতারে সিঙ্গাপুর থেকে মালয়শিয়ায় যাওয়ার সময় এক বাংলাদেশীকে গ্রেফতার করেছে সেদেশের অভিবাসন ও সীমান্ত কর্তৃপক্ষ। খবর বিবিসি।
স্থানীয় সময় মঙ্গলবার গভীররাতে সিঙ্গাপুরের অভিবাসন ও সীমান্ত কর্তৃপক্ষের কর্মকর্তাদের কাছে খবর আসে যে ৩০-বছর বয়সী একজন লোক কজওয়ের কাছের পাইপলাইনের দিকে সাঁতার কেটে যাচ্ছে।
এরপর তল্লাশি চালিয়ে অভিবাসন এবং কোস্টগার্ড পুলিশের কর্মকর্তারা তাকে পানির পাইপলাইনের নীচে খুঁজে পায়। এরপর তাকে গ্রেফতার করা হয়।
এরপর কর্মকর্তারা আরেক দফা তল্লাশি চালিয়ে ৩৪ ও ৩৭ বছর বয়সী দু’জন বাংলাদেশীকে দেখতে পায়, যারা প্রথম ব্যক্তিকে পালিয়ে যেতে সাহায্য করছিল।
এরপর পুলিশ এই দুজনকেও গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, প্রথম ব্যক্তি সিঙ্গাপুরে ভিসার মেয়াদ পার হওয়ার পরও সেখানে থাকছিলেন, তবে পরে তিনি অবৈধভাবে সেদেশ থেকে পালিয়ে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করছিলেন।
ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সিঙ্গাপুরে থাকা কিংবা অবৈধভাবে সেদেশে ঢোকার অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তিকে ছয়মাসের জেল কিংবা তিনটি বেত্রাঘাতের দণ্ড দেয়া যেতে পারে।
গ্রন্থনা ও সম্পাদনা: প্রণব