
ঢাকা: দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি। সম্প্রতি স্থানীয় এক হোটেলে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ।
প্রধান অতিথি বাংলাদেশ সুইমিং ফেডারেশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সকলকে ফুল দিয়ে বরণ করে নেন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক মোঃ রফিজ উদ্দিন রফিজ।
বক্তব্য রাখেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক এম বি সাইফ, সহ-সভাপতি গোলাম মোহাম্মদ আলমগীর ও সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ। দায়িত্ব গ্রহণ শেষে নৈশভোজে অংশগ্রহণ করেন।
প্রতিবেদক: কবির, সম্পাদনা: জাহিদ