
ডেস্ক: জঙ্গি দমনে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানের সমালোচনা করে একটি বিবৃতি প্রকাশ করেছে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। বৃহস্পতিবার সংস্থাটির ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিৎ নাস্তিক লেখক, সমকামী অধিকারকর্মী ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার তদন্ত করে অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা। এমনকি অপরাধের সঙ্গে যুক্ত থাকার যথাযথ প্রমাণ ছাড়া যথেষ্ট গ্রেফতার বন্ধ করা উচিৎ।
বিবৃতিতে আরো বলা হয়, ১০ থেকে ১৬ জুন পর্যন্ত বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১১ হাজারেরও বেশি মানুষকে গ্রেফতার করেছে নাস্তিক ব্লগার, অমুসলিম, সমকামী ও প্রগতিশীল ব্যাক্তিদের হত্যারকাণ্ডে জড়িত সন্দেহে। কিন্তু এই গ্রেফতারের কোনো বিশ্বাসযোগ্য ভিত্তি নেই, গ্রেফতারকৃতদের বিচার ছাড়াই অপরাধী বলা হচ্ছে অথবা ছেড়ে দেওয়া হচ্ছে।
গ্রেফতারের নামে পুলিশ সাধারণ লোকদের কাছ থেকে ‘বাণিজ্য’ করছে। গ্রেফতারের পর হাজতখানায় নিয়ে মারধরের পর প্রত্যেকের মুক্তির জন্য দাবি করা হচ্ছে ১ লাখ টাকা। অন্যদেরও হুমকি দেওয়া হচ্ছে গ্রেফতারের নাম করে। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর এইরকম ‘পরিচিত দৃশ্য’ বিষয়ে এইচআরডব্লিউর কাছে অভিযোগ রয়েছে বলেও বিবৃতিতে বলা হয়।
এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, ‘ভয়ানক হামলাগুলোর পর ধীরগতি ও নিজেদের মতো করে প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী। এখন তারা যথাযথ তদন্তের কষ্ট না করে সন্দেহভাজনদের ধরপাকড় করছে।’
তিনি বলেন, ‘তারপরও সরকারের এই অভিযান আমাদের আশা দেয় যে, চলমান গুপ্তহত্যা বন্ধে সরকার আস্থা তৈরি করতে পারবে বা গুপ্তহত্যা বন্ধে সঠিক প্রক্রিয়া অনুসরণ করবে।’
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/ওয়াইএ