
ঢাকা: টার্গেট কিলিং ও জঙ্গি দমনে শুরু হওয়া সাত দিনের সাঁড়াশি অভিযানে ১৯৪ জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহছান নিউজনেক্সটবিডি ডটকম’কে এ তথ্য জানান।
তিনি জানান, গত এক সপ্তাহে গ্রেফতারকৃত জঙ্গি সদস্যদের মধ্যে ১৫১ জন জেএমবি, সাতজন জেএমজেবি, ২১ জন হিজবুত তাহরির, ছয়জন আনসারুল্লাহ বাংলা টিম, তিনজন আনসার আল ইসলাম, চারজন আল্লাহর দল, একজন হরকাতুল জিহাদ এবং ১ জন আফগান ফেরত জঙ্গি সংগঠনের সদস্য।
এর মধ্যে গত ২৪ ঘন্টায় ১৭ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে কামরুল আহছান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় গ্রেফতারকৃত জঙ্গিদের মধ্যে ৯ জন জেএমবি, ৭ জন হিজবুত তাহরির এবং ১ জন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য’।
এদের ঢাকা, মাদারীপুর, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁ, সাতক্ষীরা, রংপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁও, পঞ্চগড় থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি পাইপগান, একটি শাটারগান, এক রাউন্ড গুলি, দু’টি ককটেল, একটি রামদা, একটি চাপাতি এবং ১৪টি উগ্রপন্থি বই উদ্ধার করা হয়।
৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয় পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে।
হঠাৎ করেই দেশে গুপ্তহত্যা বেড়ে যাওয়ায় পুলিশের মহাপরিদর্শক (আইজি) একেএম শহিদুল হক ৯ জুন এই সাঁড়াশি অভিযানের ঘোষণা দেন। পরদিন ১০ জুন থেকে শুরু হওয়া এ অভিযান শেষ হলো শুক্রবার।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/এসজি