
ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘সাঁড়াশি অভিযানের নামে দেশকে কারাগারে পরিণত করেছে সরকার। অপরাধীদের আড়াল করে নিরীহ মানুষদের গ্রেফতার করা হচ্ছে।’ মঙ্গলবার সন্ধ্যায় বসুন্ধরা কনভেনশন সিটির রাজদর্শন হলে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স (এ্যাব) আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।
খালেদা জিয়া বলেন, ‘সারাদেশে সাঁড়াশি অভিযানের নামে গণহারে চাঁদাবাজি চলছে। জঙ্গি সন্ত্রাসিদের না ধরে বিরোধী দলের নেতাকর্মী ও নিরীহ মানুষকে গ্রেফতার করা হচ্ছে। আটক করার পর টাকা লেনদেন করে আবার ছেড়ে দেয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘এখন পত্রিকা খুললেই শুধু মৃত্যুর খবর দেখা যায়। হাসিনা বলছেন তিনি জানেন কারা এগুলো করছেন। তাহলে তাদের ধরছেন না কেন? আসল লোকদেরকে বিদেশে পাচার করে দিয়ে এখন নিরীহ মানুষ কেন গ্রেফতার করা হচ্ছে। সাঁড়াশি অভিযানের নামে এ পর্যন্ত বিএনপির দুই হাজার ২০০ লোককে গ্রেফতার করা হয়েছে।’
সরকার প্রধানের সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘শেখ হাসিনা বিদেশিদের কাছে সন্ত্রাস দমনের কথা বললেও জঙ্গির উত্থান করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চান। এর আগেও যখন তিনি ক্ষমতায় ছিলেন ২ হাজারের বেশি মানুষ তারা হত্যা করেছিলেন। পরে জনগণ এর জবাবও দিয়েছে।’
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি দাবি করে তিনি বলেন, ‘হাইকোর্টের আপিল বিভাগ জামিন বহাল রাখার পরেও মিথ্যা মামলা দিয়ে তাকে কেন আটক রাখা হয়েছে। কোর্টের নির্দেশ মেনে অবিলম্বে তাকে মুক্তি দেয়া হোক।’
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/এসকে/এসজি