
ঢাকা: জঙ্গি ও সন্ত্রাস দমনে দেশব্যাপী সাঁড়াশি অভিযানে শনিবার দুপুর পর্যন্ত ৩৭ জন জঙ্গিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে ২৭ জনই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য।
শনিবার দুপুরে পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহছান নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, দেশব্যাপী চলমান সাঁড়াশি অভিযানে ৩৭ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে ২৭ জন জেএমবি সদস্য, সাতজন জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের (জেএমজেবি) এবং বাকি তিনজন অন্যান্য জঙ্গি সংগঠনের।
গ্রেফতারকৃতরা বিভিন্ন সময়ে সক্রিয়ভাবে জঙ্গি কার্যক্রম পরিচালনা করেছেন।
এদিকে সাঁড়াশি অভিযানের দ্বিতীয় দিনে শনিবার দুপুর পর্যন্ত সারাদেশে অন্তত ৫০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে দুই দিনে ১৬ শতাধিক সন্দেহভাজনকে গ্রেফতার করা হলো।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/এসআই