
ঢাকা: দেশব্যাপী জঙ্গিবিরোধী বিশেষ অভিযানের তৃতীয় দিনে গত ২৪ ঘণ্টায় ৩৪ জঙ্গিসহ ৩২৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, তৃতীয় দিনের অভিযানে বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্য ৩৪জন, ওয়ারেন্টভুক্ত আসামী ২ হাজার ৫৭৮ জন, অবৈধ অস্ত্র উদ্ধার মামলায় ১৯ জন, মাদক উদ্ধার মামলায় ১৬০জন এবং অন্যান্য মামলায় ৪৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে সাঁড়াশি অভিযানের প্রথম দিনে শুক্রবার রাত থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ৩৭ জঙ্গিসহ মোট ৩ হাজার ১৫৫ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১ হাজার ৮৬১ জন, নিয়মিত মামলায় ৯১৭ জন, অবৈধ অস্ত্র উদ্ধার মামলায় ১৯ জন এবং মাদক উদ্ধার মামলায় ৩৫৮ জন আসামি।
দ্বিতীয় দিনের অভিযানে ৪৮ জঙ্গিকে গ্রেফতারের কথা জানায় পুলিশ সদর দফতর। এছাড়া ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৪৯৬ জন ও নিয়মিত মামলার এজাহারভুক্ত ৫৮৮ জন আসামিকে গ্রেফতার করা হয়।
৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয় পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে। হঠাৎ করেই দেশে গুপ্তহত্যা বেড়ে যাওয়ায় পুলিশের মহাপরিদর্শক (আইজি) একেএম শহিদুল হক বৃহস্পতিবার এই সাঁড়াশি অভিযানের ঘোষণা দেন। শুক্রবার থেকে শুরু হওয়া এ অভিযান এক সপ্তাহ চলবে।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/এমএস/এসআই