
ডেস্ক: এ বছর হোয়াইট হাউসের সংবাদ কর্মীদের সঙ্গে নৈশভোজ করবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউজে কয়েকটি সংবাদ সংস্থাকে ঢুকতে না দেয়ার ঘটনার রেশ না কাটতেই শনিবার এক টুইটার বার্তায় ট্রাম্প এ কথা জানান।
সিএনএনের খবরে জানা যায়, ওই টুইটে ট্রাম্প বলেন, এ বছর আমি হোয়াইট হাউসের করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের ডিনারে অংশ নেবেন না। সবার মঙ্গল কামনা করছি, সেই সঙ্গে দুর্দান্ত একটি সন্ধ্যা কাটবে বলেই বিশ্বাস।
হোয়াইট হাউজের ঢোকার পর থেকেই সাংবাদিকদের সঙ্গে বৈরিতার মধ্য দিয়ে যাচ্ছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করা সংবাদ মাধ্যমকে যেমন তিনি নিয়মিত তীরষ্কার করে আসছেন, তেমনি হোয়াইট হাউজকেও ক্রমেই ‘সংরক্ষিত এলাকা’ হিসেবে পরিচিত করে তুলছেন নানা পদক্ষেপের মধ্য দিয়ে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রধান সংবাদ সংস্থাকে হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে ঢুকতে দেয়নি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। গণমাধ্যমের প্রতি ট্রাম্পের বিরূপ আচরণের প্রতিবাদে বেশ কয়েকটি সংবাদ সংস্থা আগামী ২৯ এপ্রিলের ওই নৈশভোজ প্রত্যাখ্যান করেছে। এর মধ্যেই ট্রাম্প এমন ঘোষণা দিলেন।
সংবাদমাধ্যম নিয়ে প্রেসিডেন্টের বিভিন্ন নেতিবাচক মন্তব্যের উদাহরণ টেনে হোয়াইট হাউস করেসপনডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জেফ ম্যাসন সিএনএনকে বলেন, ট্রাম্পের এমন সিদ্ধান্ত বিস্ময়কর নয়। তিনি সংবাদমাধ্যমকে যুক্তরাষ্ট্রের জনগণের শত্রু বলেছেন।
ম্যাসন আরও বলেন, নৈশভোজে অংশ নেবেন কি না, তা ট্রাম্পের ব্যাপার। কিন্তু হোয়াইট হাউসের সংবাদদাতারা নিজেদের দায়িত্ব পালন করে যাবে। ট্রাম্প প্রশাসনের ব্যাপারে তাঁরা সত্য খবরই জানাবে। এর আগেও সাংবাদিকেরা তা–ই করেছেন।
সম্পাদনা: জাবেদ চৌধুরী