
ডেস্ক: নিউ মিডিয়া ব্যবহারকারী সাংবাদিকদের জন্য বিনামূল্যে কোর্সের আয়োজন করেছে ফেসবুক। সাংবাদিকরা বর্তমানে ফেসবুক লাইভ, ৩৬০ ডিগ্রি ভিডিও, ইনস্ট্যান্ট আর্টিকেলসহ নানা কনটেন্টের সঙ্গে যুক্ত হচ্ছেন।তাদের এসব টুল’র সঙ্গে যুক্ত রাখতে বিনা মূল্যে অনলাইন কোর্স করাচ্ছে ফেসবুক।
ফেসবুক কর্তৃপক্ষ বলছে, এই কোর্সটি খবরের কনটেন্ট খোঁজা, খবর তৈরি ও দর্শক তৈরির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।
এই কোর্স করতে হলে সবার আগে দরকার ফেসবুক প্রোফাইল। এটি ব্লুপ্রিন্ট নামে ফেসবুকের গ্লোবাল ট্রেনিং প্রোগ্রামের আওতায় পড়বে। এই কোর্সের জন্য ফেসবুক অ্যাকাউন্টকে এক্সিড এলএমএস নামের থার্ড পার্টি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত করতে হবে।
এ ছাড়া আগ্রহী ব্যক্তিরা চাইলে সিগন্যাল নামের একটি প্ল্যাটফর্মে যুক্ত হতে পারবেন, যা ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো জায়গা থেকে খবর তৈরিতে সহযোগিতা করবে।
(https://www.facebook.com/facebookmedia/journalists)এই লিঙ্কে গিয়ে ফেসবুকের অনলাইন কোর্স করা যাবে।
ফেসবুক কর্তৃপক্ষ সাংবাদিকদের এই কোর্স করার আমন্ত্রণ জানিয়েছে। তারা জানিয়েছে, নিউজ, মিডিয়া অ্যান্ড পাবলিশিং অন ফেসবুক গ্রুপে যোগ দিয়ে আগ্রহীরা আলাপ চালিয়ে যেতে পারবেন।
ফেসবুক সাংবাদিকতায় উৎসাহী করতে ৩ নভেম্বর একটি লাইভ ‘ওয়েবিনার’ আয়োজন করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
গ্রন্থনা: ময়ূখ ইসলাম