
সাঈফ ইবনে রফিকঃ এমবিবিএসরা নন-এমবিবিএসের ডাক্তার আইডেন্টিটির বিরুদ্ধে যতোটা সোচ্চার, পেশাদার সাংবাদিকরা হাতুড়ে ‘সাংঘাতিক’-দের ব্যাপারে অতোটা সোচ্চার নয় কেন?
‘এরা আছে বলেই নাঈমুল ইসলাম খানের মতো প্রফেশনাল এডিটরকে হটিয়ে আজকের কাগজের মালিক কাজী শাহেদ নিজেই সম্পাদক হওয়ার সাহস পান’
কারণ একটাই। এরাই পেশাজীবী রাজনীতির বড় ফ্যাক্টর। প্রতিটি সাংবাদিক সংগঠনেই এই সাংঘাতিকদের ব্যাপক দাপট। এরা আছে বলেই নাঈমুল ইসলাম খানের মতো প্রফেশনাল এডিটরকে হটিয়ে আজকের কাগজের মালিক কাজী শাহেদ নিজেই সম্পাদক হওয়ার সাহস পান, এদের বিকাশের ধারাবাহিকতায় আমরা আজ আমার দেশ পত্রিকার মালিক মাহমুদুর রহমানকে সাংবাদিক মনে করি।
স্বাচিপ নেতা প্রাণগোপাল বা ড্যাব নেতা ডা. জাহিদরা প্রফেশনালি স্কিলড। আগে এরা রোগী দেখে দেখে ভালো ডাক্তার হিসেবে সুনাম অর্জন করেছেন, এরপর এরা পেশাজীবী সংগঠনগুলোর নেতৃত্বে এসেছেন। অন্যদিকে আমি এমন সাংবাদিক নেতাকেও চিনি, যিনি জার্নালিস্ট বানানটা শুদ্ধ করে ইংরেজিতে লিখতে পারবেন না।
লেখকঃ কবি ও সাংবাদিক