
সিরাজগঞ্জ: সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের শাস্তির দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরাম।
বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের এসএস রোডে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপত্বিতে বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, বেলকুচি উপজেলা চেয়ারম্যান মোহাম্মাদ আলী আকন্দ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আসাদ উদ্দিন পবলু, সাংবাদিক বাবু ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান হাসান, প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম তফিজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সুকান্তসেন ওচেম্বার অব কমার্সের পরিচালক মিলন ইসলাম খান।
মানববন্ধনে বক্তারা বলেন, মফস্বলের সাংবাদিকরা নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে সংবাদ সংগ্রহ করে তা প্রকাশ করে থাকে। অথচ সেই সাংবাদিককে নির্মমভাবে খুন করা হয়। সাংবাদিকরা মানুষের জন্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। তাকেই আবার গুলিবিদ্ধ হয়ে জীবন দিতে হচ্ছে। সাংবাদিক শিমুল পেশাগত দায়িত্ব পালন করছিলেন। তাকে গুলি করে হত্যা করে স্তব্ধ করে দিয়েছে খুনীরা। আমরা অবিলম্বে এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল টেলিভিশন সাংবাদিক ফোরাম অফিসের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
শরীফ আহমদ ইন্না (সিরাজগঞ্জ), সম্পাদনা: জাহিদ