
ঢাকা: এ সময় ওই সড়ক দিয়ে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়ে বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
# মানিকগঞ্জের পদ্মায়-যমুনায় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ডিমওয়ালা মা ইলিশ। এতে একদিকে সরকারের ইলিশ রক্ষার অভিযান ব্যর্থ হয়েছে। অপরদিকে ইলিশের বংশ বিস্তার বিনষ্ট হচ্ছে। এভাবে ডিমওয়ালা মা মাছ ধরা অব্যাহত থাকলে ভবিষ্যতে এ দেশ থেকে জাতীয় মাছ ইলিশ বিলুপ্ত হওয়ার আশংকা করছেন বিশেষজ্ঞরা। তাই ইলিশের এ প্রজনন মৌসুমে মাছ ধরার উপর নিষেধাজ্ঞার সময় আরো বাড়ানো দরকার বলে মনে করেন তারা।
# আয়কর মেলার তৃতীয় দিনে মোট আয়কর আদায় হয়েছে ২২৭ কোটি ৮ লক্ষ ৬৭ হাজার ৮৭০ টাকা। নভেম্বরের ১ তারিখ থেকে শুরু হওয়া মেলায় বৃহস্পতিবার পর্যন্ত মোট ৯৫২ কোটি ২০ লাখ ২১ হাজার ৯৯৪ টাকার আয়কর সংগ্রহ হয়েছে।
# নতুন করে ইমেইল বিতর্কের কারণে কিছুটা পিছিয়ে পড়লেও বৃহস্পতিবার নতুন এক জরিপে ট্রাম্পকে পেছনে ফেলে আবারও এগিয়ে গেলেন হিলারি ক্লিনটন। ফলে নির্বাচনের মাত্র চার দিন আগে কিছুটা স্বস্তিতে আছেন তিনি।
# মোস্তফা সরয়ার ফারুকীর ছবি ‘ডুব’এর কাজ শেষ হয়েছে অনেকদিন আগেই। অল্পকিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে ছবিটি মুক্তি দেয়ার তোড়জোড়ও। তবে এতো কিছু হয়ে গেলেও এখনো জানা যায়নি ঠিক কি গল্পে নির্মিত হয়েছে এই ছবিটি!
গ্রন্থনা ও সম্পাদনা: জাহিদ