
ঢাকা: প্রথমবারের মতো স্বনামধন্য পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের ‘এতো প্রেম এতো মায়া’ছবিতে জুটি বাঁধলেন ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক সাইমন ও পিয়া বিপাশা। মঙ্গলবার দোহারে থেকে শুরু হয়েছে ছবির শুটিং। আর এই ছবিতেই ভিন্ন দুই চরিত্রে দেখা যাবে সায়মন আর বিপাশাকে।
ছবির শুটিং আর নতুন জুটি সম্পর্কে সাইমন জানান, ‘অনেক মজা করে কাজ হচ্ছে। এখানে একটানা সপ্তাহখানেক শুটিং হবে। প্রথমবারের মতো পিয়া বিপাশার সঙ্গে কাজ করছি। আশাকরি দর্শকরাও আমাদের এ জুটি গ্রহণ করবেন।
সিনেমার গল্পটি দেখা যাবে মির্জা বিদ্যাপীঠ কলেজের শিক্ষার্থী সাইমন সাদিক ও পিয়া বিপাশা। তারা দুজন একই কলেজে লেখাপড়া করলেও দুজন দুজনার শত্রু। একজন অন্যজনকে দেখতে পারেন না। এ নিয়ে দুজনের মধ্যে অধিকাংশ সময় ঝগড়া লেগে থাকে। আর এভাবেই এগিয়ে যায় গল্প।
ছবিটিতে সাইমন-পিয়া ছাড়াও দেখা যাবে দীর্ঘ সময় পর জনপ্রিয় চলচ্চিত্র জুটি ফেরদৌস-শাবনূরকে। এই দুই তারকাকে নতুনভাবে উপস্থাপন করা হবে এই সিনেমায়। শাবনূর একজন গানের শিক্ষিকার ভূমিকায় অভিনয় করবেন। আর ফেরদৌসের চরিত্রটা চমক রাখতে চাইলেন নির্মাতা।
স্বপ্নচূড়া ফিল্ম ইন্টারন্যাশনালের প্রযোজনায় ‘এতো প্রেম এতো মায়া’র চিত্রনাট্য লিখেছেন সুদীপ্ত সাঈদ। এ সিনেমার সংগীত পরিচালনা করবেন আলী আকরাম শুভ, আরেফিন রুমি ও জেকে। বিএফডিসি, রাঙ্গামাটি, কক্সবাজার, ঢাকাসহ দেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ করা হবে।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/জাই