
ডেস্ক: আবারো ইনজুরিতে পড়েছেন শ্রীলঙ্কান উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুশল পেরেরা। ইনজুরির কারণে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে মাঠে নামতে পারেননি। চোট কাটিয়ে সুস্থ্য হয়ে ওয়ানডে সিরিজে মাঠে নামার কথা ছিল ২৬ বছর বয়সী এ ব্যাটসম্যানের।
কিন্তু কপালটা মন্দই বলতে হবে ২৬ বছর বয়সী এ ব্যাটসম্যানের। আবারো ইনজুরিতে পড়েছেন পেরেরা। ফলে মাশরাফি-সাকিবদের বিরুদ্ধে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে মাঠে নামা হচ্ছে না তার।
বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই ইনজুরিতে পড়েছিলেন কুশল পেরেরা। ফিজিওর পরামর্শে টেস্ট সিরিজে মাঠে ছিলেন না। তবে ওয়ানডে সিরিজ খেলার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন। নিজেকে সেভাবে প্রস্তুতও করেছিলেন। ফিটনেস প্রমান করার জন্য বুধবার মাশরাফিবাহিনীর বিরুদ্ধে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠেও নেমেছিলেন ব্যাটহাতে। মুনাবিরার সঙ্গে ওপেনিংয়ে নেমে দলের শুরুটাও করেছিলেন দারুন। নিজের নামের পাশে ৬৪ রান জমাও করেছিলেন পেরেরা। হঠাৎ করেই আবারো হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে ব্যাট তুলে ড্রেসিং রুমে ফিরে যেতে হয় তাকে।
হ্যামস্ট্রিংয়ে চোট লাগায় বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে খেলতে পারবেন না বলে নিশ্চিত করেছেন লঙ্কান ক্রিকেট ম্যানেজার আসানকা গুরুসিনহা। তবে অবস্থার উন্নতি হলে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মাঠে দেখা যেতে পারে পেরেরাকে। প্রথম দুই ওয়ানডের জন্য শ্রীলঙ্কা দলে পেরেরার বিকল্প খেলোয়াড়ের নাম বৃহস্পতি কিংবা শুক্রবার ঘোষণা করা হবে।
গ্রন্থনা: কবির, সম্পাদনা: জাহিদ