
ঢাকা: বাংলাদেশ সফরে এসে বেশ কয়েকবার অখেলোয়াড়সুলভ আচরণ করে মিডিয়ায় খবরের শিরোনাম হয়েছেন ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস। এমনকি মাঠেও ব্যাট-বল হাতে সাকিব-তামিমদের যথেষ্ট ভুগিয়েছেন এই ইংলিশ অলরাউন্ডার। এবার সুযোগ পেয়েই সাকিবও নিয়ে নিলেন মধুর প্রতিশোধ। আর তা হলো স্টোকসকে আউট করে তিনি প্রদর্শন করলেন ব্যাঙ্গাত্মক স্যালুট।
এর আগে এমন দৃশ্য দেখা গিয়েছিল ক্যারিবিয়ান ক্রিকেট লিগে। আউটের পর প্রতিপক্ষের ব্যাটসম্যানকে স্যালুট ঠুকেছিলেন অখ্যাত এক খেলোয়াড়। এছাড়াও ওয়েস্ট ইন্ডিয়ান অল রাউন্ডার মারলন স্যামুয়েলস একবার এই বেন স্টোকসকেই স্যালুট করেছিলেন। এবার ইংল্যান্ডের বিপক্ষে একই কাজ করে দেখালেন সাকিব আল হাসান। ছয় নম্বরে ব্যাট করতে নেমে সামান্য প্রতিরোধ গড়েছিলেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। দ্বিতীয় ইনিংসে ২৫ রান করা সেই বেন স্টোকসকে বোল্ড আউট করেই স্যালুট ঠুকে বসেন সাকিব। সাকিবের স্যালুটে উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম।
সাকিবের এই স্যালুট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনার ঝড়। টাইগার ভক্তরা ‘মি. অল-রাউন্ডারের’ এই কাণ্ডে বেশ খুশি। কারণ দ্বিতীয় ওয়ানডেতে হারের পর সাকিবের প্রিয় বন্ধু তামিমকে ধাক্কা দিয়েছিলেন স্টোকস। তারপর থেকেই স্টোকসের উপর ক্ষেপে আছেন টাইগার ও তাদের ভক্তরা। সাকিবের আগে ওয়ানডে সিরিজে স্টোকসের ওই আচরণের প্রতিশোধ নিয়েছিলেন ওডিআই অধিনায়ক মাশরাফি। সেবার স্টোকসকে আউট করে কোন প্রকার উৎযাপন করেননি তিনি।
প্রতিবেদন: তুহিন