
ঢাকা: বেন স্টোকসকে আউট করে ব্যঙ্গাত্মক স্যালুট দিয়েছিলেন সাকিব আল হাসান। আর সাকিবের সেই স্যালুটের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিয়ে তার স্ত্রী উম্মে আল হাসান শিশির রসিকতা করে লিখেন, ‘হ্যাঁ ও বাসায় প্রতিদিন এভাবেই স্যালুট দেয় আমাকে।
ইংল্যান্ডের বাংলাদেশ সফর শুরু থেকেই বিভিন্নভাবে আক্রমণাত্মক মেজাজ প্রকাশ করতে থাকেন বেন স্টোকস। ওয়ানডে সিরিজে তামিমের সঙ্গে এই বিষয়ে ঝামেলা হয়, প্রস্তুতি ম্যাচে বিসিবি এলিভেনের ওপেনার আব্দুল মজিদের সঙ্গে হাত না মেলানোর মতো অশোভন আচরণ করেন এই ইংলিশ অলরাউন্ডার।
মিরপুর টেস্টের চতুর্থ ইনিংসে স্টোকসকে ২৫ রানে ফিরিয়ে দেয়ার পরে তাকে আয়োজন করে স্যালুট করেন সাকিব। মনে মনে যে বাংলাদেশি খেলোয়াড়রা তার বিরুদ্ধে তেতে ছিলেন সেটা সাকিবের অমন উদযাপনই প্রকাশ করে। সেই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে। সেই স্রোতে যোগ দিয়েছেন সাকিবের স্ত্রী শিশির। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া পোস্টে স্যালুটের ছবি প্রকাশ করে ঠাট্টা করে ক্যাপশন দেন, এভাবেই সে প্রতিদিন বাড়িতে আমাকে স্যালুট দেয়।
- আরো খবর
প্রতিবেদন: তুহিন