
চট্টগ্রাম: সাবেক সচিব রণজিৎ কুমার বিশ্বাস আর নেই। বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়িঁর নায়েক হামিদুর রহমান জানান, ‘সাড়ে ছয়টার দিকে রণজিত কুমার বিশ্বাসকে অচেতন অবস্থায় হাসপাতাল নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’
সার্কিট হাউজের কক্ষের দরজা ভেঙ্গে তার অচেতন দেহ উদ্ধার করে হাসপাতাল নিয়ে আসা হয়, উল্লেখ করেন তিনি।
চট্টগ্রাম মোট্রপলিটন পুলিশের কোতোয়ালী থানার পরিদর্শক নুর আহমদ জানিয়েছেন, বুধবার ঢাকা থেকে চট্টগ্রাম এসে সার্কিট হাউজে ওঠেন রণজিৎ বিশ্বাস, সন্ধ্যা ছয়টার দিকে তার এক বন্ধু দেখা করতে আসলে রুম নক করা হয়, অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে রুমে ডুকে খাটের উপর তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।
এদিকে, চট্টগ্রাম জেলা প্রশাসনের এনডিসি লুৎফর রহমান জানিয়েছেন, রণজিত বিশ্বাস সার্কিট হাউজের কক্ষ ‘বকুল’ এ উঠেন, বিকাল চারটার দিকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে একটি সাক্ষাতকার দেন, এরপর বিশ্রামের জন্য রুমে চলে যান, সন্ধ্যা ছয়টার দিকে একটি ইফতার মাহফিলে যাওয়ার কথা ছিলো তার।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের উদ্বৃতি দিয়ে লুৎফর রহমান আরো জানান, সম্ভবত হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি, আইন- শৃংখলা বাহিনীর কর্মকর্তারা সার্কিট হাউজে তার কক্ষ পরিদর্শন করেছেন।
এদিকে সাবেক সচিব রণজিৎ কুমার বিশ্বাসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।
সরকারি চাকরির পাশাপাশি চট্টগ্রামের সন্তান রণজিৎ বিশ্বাস ক্রীড়া বিষয়ে লেখালেখি করতেন।সর্বশেষে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব পদ থেকে সরকারি চাকরিতে অবসর নেন তিনি। ১৯৫৬ সালের ১ মে চট্টগ্রামের রাঙ্গুনীয়ায় জম্মগ্রহণ করেন এই জনপ্রিয় ক্রীডা লেখক ও আমলা।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে, তাকে একনজর দেখার জন্য পরিচিতজনরা ছুটে যান চমেক হাসপাতালে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসএন/জাই