
ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। শারদীয়া পূজার প্রধানতম শেষ দিন দশমী। ধর্মীয়ভাবে দুর্গোৎসব হিন্দু সম্প্রদায়ের হলেও ধর্ম-বর্ণ নির্বিশেষে এই উৎসব হয়ে উঠেছে সার্বজনীন। তাই এই সময়ের সাজ-পোজাক নিয়ে সবাই একটু বেশিই ভাবে। বিশেষ করে দশমী দিনে সাজ-পোশাকের দিকে একটু বিশেষ নজর থাকে সবার। তাই এই উৎসবের শেষ দিনে নিজেকে কি সাজে উপস্থাপন করলে আরো একটু ভালো লাগবে সেই নিয়েই আমাদের এই আয়োজন দশমীর সাজ।
দশমীর সাজ মানে লাল পেড়ে সাদা শাড়ি, হলুদ পেড়ে লাল শাড়ি কিংবা একদম লাল রঙা শাড়ি। প্রায় সব বয়সী নারীদের ক্ষেত্রেই এটি প্রযোজ্য। অনেকে আবার প্রতীমার মতোও সাজতে পছন্দ করেন। চোখে কাজলের টানা লাইনার, লাল লিপস্টিক, স্নিগ্ধ মেকআপ আর সিঁদুর। এদিন ঠাকুরকে সিঁদুর পরিয়ে দেওয়ার পাশাপাশি নিজেরাও মেতে উঠেন সিঁদুর খেলায়।
সাজের ক্ষেত্রে মেয়েদের সাথে সাথে ছেলেরাও কিন্তু পিছিয়ে নেই। পূজার শুরুর দিন গুলোতে তারা হালকা রং এর পাঞ্জাবী ও পায়ে আরামদায়ক ফিতে যুক্ত স্যান্ডেল পরতে পারেন। আর শেষ দিন গুলোতে জমকালো পাঞ্জাবী, ফতুয়া পছন্দ করতে পারেন। যারা একটু অন্যভাবে নিজেকে উপস্থাপন করতে চান তারা ধুতি পরতে পারেন।
কিন্তু বিসর্জনের সময় বিভিন্ন রকমের রং থেকে যারা নতুন পোশাক রক্ষা করতে চান তারা ভালোভাবে নজর রাখবেন। বা সেই সময় ক্যাজুয়াল পোশাক পরবেন।
তবে অবশ্যই সবাই ব্যক্তিত্বের সাথে মানানসই এমন পোশাকেই প্রাধান্য দিবেন।