
সাতক্ষীরা: তালা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সঞ্জিত অধিকারী (৩৫) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার খেসরা ইউনিয়নের তেঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্য, গুলিবিদ্ধ সঞ্জিত অধিকারী তালার জালালপুর ইউনিয়নের শ্রীমন্তকাঠি গ্রামের কার্তিক অধিকারীর ছেলে। তিনি নিষিদ্ধঘোষিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) পলাতক নেতা।
জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, রাতে এসআই রইসউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল খেসরার তেঘরিয়ার দিকে যাওয়ার সময় একদল সন্ত্রাসী তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে।
পুলিশ এ সময় পাল্টা গুলি করলে এক ব্যক্তিকে মাটিতে পড়ে যেতে দেখা যায়। পরে পুলিশ ওই ব্যক্তিকে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) নেতা সঞ্জিত অধিকারী হিসেবে শনাক্ত করে। এসআই কামাল আরো জানান, বন্দুকযুদ্ধের পর সঞ্জিতের অন্য সহযোগীরা পালিয়ে যায়।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসআই