সাতক্ষীরায় প্রকাশক ও বিক্রেতাদের জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

সাতক্ষীরা: ‘এ আমার জন্মভূমি, এটি জঙ্গিবাদের আস্তানা নয়’- এই স্লোগান নিয়ে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন করেছে জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ শরিফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক ছফিউল্লাহ ভূঁইয়া, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
নিজ নিজ অবস্থান থেকে জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা। তারা বলেন, সরকারের পাশাপাশি জনগণ এগিয়ে এলে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
প্রতিবেদন: শিপন আলী, সম্পাদনা: সাইফুল ইসলাম