
সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলায় কাজী আবু বক্কর সিদ্দিক জনি নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে তালা উপজেলার পাটকেলঘাটা থানার গৌরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জনি গৌরিপুর গ্রামের কাজী আব্দুর রহমানের ছেলে ও গরুর ব্যবসা করতেন বলে জানা গেছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে নিউজনেক্সটবিডি ডটকম’কে জানান, জনির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের রহস্য জানতে পুলিশ কাজ শুরু করেছে।
নিহতের ভাই কাজী রনি বলেন, ‘রাত ১০টার দিকে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয় জনি। তারপর রাতে সে আর ফিরে আসেনি। রাতে তাকে কে বা কারা হত্যা করে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি পাটক্ষেতে ফেলে রেখে গেছে। সকালে আমরা খবর পাই জনির মরদেহ পাটক্ষেতে পড়ে আছে।’
তিনি আরো জানান, তার গলায় গামছা বাধা ছিল এবং শরীরের বিভিন্ন অঙ্গ দিয়ে রক্ত ঝরছিল। সম্ভবত, তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর গামছা দিয়ে বেধে টেনে আনা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/ওয়াইএ