সাতক্ষীরায় মেশিন উল্টে নিহত ১

সাতক্ষীরা: জেলার মুন্সিগঞ্জ সড়কের খানপুর মোড়ে ঢালাই মেশিন উল্টে আবু রায়হান (৪০) নামে একজন নিহত হয়েছেন।
শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান শ্যামনগর থানার ওসি এনামুল হক।
নিহত রায়হান কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
ওসি জানান, ঢালাই মেশিনটি শ্যামনগর থেকে খানপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের পাশ কাটাতে গিয়ে ঢালাই মেশিনটি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রায়হান নিহত হন।
প্রতিবেদন-প্রতিনিধি, সম্পাদনা- মাহতাব শফি