
স্পোর্টস ডেস্ক: লা লিগার গত মৌসুমে সেল্টা ভিগোর কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছিল লিওনেল মেসির বার্সেলোনা। চলতি মৌসুমে জয়ের প্রত্যাশা নিয়েই সেল্টার মাঠে গিয়েছিল স্প্যানিশ জায়ান্ট। ইনজুরিতে থাকা মেসিকে ছাড়াই প্রতিশোধ নেয়ার ঘোষনা দিয়েছিলেন কোচ লুইস এনরিক। কিন্তু প্রতিশোধের স্বপ্নটা স্বপ্নই রয়ে গেছে। আজ সেল্টার মাঠে সাত গোলের ম্যাচে হারতে হয়েছে কাতালানদের। নেইমার-সুয়ারেজদের আবারো বিধবস্ত করেছে সেল্টা ভিগো। নিজেদের মাটিতে তারা জয় পেয়েছে ৪-৩ গোলের ম্যাচে।
মেসিবিহীন ম্যাচের শুরুতেই যেন ছন্দ হারানো বার্সাকে দেখতে পান সমর্থকরা। প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে পড়ে শিরোপা প্রত্যাশীরা। অথচ মেসিকে ছাড়াই গত সপ্তাহে লিগে স্পোর্টিং গিজনকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়ার পর চ্যাম্পিয়নস লিগে বরুসিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছিল লুইস এনরিক শিষ্যরা। তাই শিষ্যদের প্রতি কোচের বিশ্বাষটাও ছিলো অঘাত। কিন্তু মাঠের লড়াইয়ে দেখা গেলো উলটো চিত্র।
ম্যাচ শুরুর ২২ মিনিটে বার্সার জালে বল পাঠিয়ে গোল উৎসবে মেতে উঠে সেল্টা। স্বাগতিকদের হয়ে গোল করেন সিস্টো (১-০)। ৯ মিনিট পরেই ইয়াগোর গোলে আবারো আনন্দে মেতে উঠেন স্বাগতিক সমর্থকরা (২-০)। ম্যাচে ফেরার চেষ্টা করতে গিয়ে উল্টো ৩-০ গোলে পিছিয়ে পড়ে সফরকারীরা।
৩৩ মিনিটে আত্নঘাতি গোল হজম করতে হয় এনরিক শিষ্যদের। দ্বিতীয়ার্ধে পুরোপুরি রক্ষনাত্নক হয়ে খেলতে শুরু করে সেল্টা ভিগো। আর এই সুযোগ কাজে লাগিয়ে একের পর এক আক্রমনে কোণঠাসা করে ফেলে এনরিকের শিষ্যরা। ৩-০ তে পিছিয়ে থাকা বার্সাকে গোল পেতেও খুব বেশী সময় অপেক্ষা করতে হয়নি। ১৩ মিনিটেই ম্যাচে ফেরার ইঙ্গিত দেন জেরার্ড পিকে। ভিগোর রক্ষণ দূর্গে চিড় ধরিয়ে দারুন এক হেডে গোল করেন তিনি (৩-১)। মাত্র ৬ মিনিটের আবারো গোলের দেখা পায় বার্সা। এবার গোলের নায়ক নেইমার। তবে গোলের পেছনের কারিকর কিন্তু পিকে। কারন তার কল্যানেই পেনাল্টি পায় স্প্যানিশ জায়ান্টরা। স্পট কিক থেকে বাকী কাজটুকু করেন ব্রাজিলিয়ান এ সুপারস্টার (৩-২)।
বার্সেলোনার সমর্থকরা তখন ম্যাচে ফেরার স্বপ্নে বিভোর, ঠিক তখনি কোটি সমর্থকের নাকের পানি-চোখের পানি এক করে দিয়ে আবারো গোল করে বার্সাকে পেছনে ফেলেন হার্নান্দেজ (৪-২)। গোলের জন্য যতোটা কৃতিত্ব হার্নান্দেজের, তার চেয়ে বেশী ভুল বার্সার গোলরক্ষক স্টিগেনের।
কারন বল ক্লিয়ার করতে গিয়েই হার্নান্দেজের কাছে বল দিয়ে দেন তিনি। আর সেই সুযোগেই দারুন এক হেডে গোলের গ্রাফটা ৪-২ করেন এই মিডফিল্ডার। ম্যাচের মুল সময় শেষ হতে তখন বাকী মাত্র ৩ মিনিট। হেডে গোল করে ম্যাচের উত্তেজনার পারদটা আবারো আকাশচুম্বিতে নিয়ে যান পিকে (৪-৩)। কিন্তু অতিরিক্ত ৫ মিনিটে আর গোলের দেখা পায়নি বার্সেলোনা। ফলে গত মৌসুমের হারের স্মৃতি নতুন করে দেখা দিয়েছে কাতালান সমর্থকদের সামনে।
প্রতিবেদক: কবির, সম্পাদনা: এম.রেজাউল করিম