
ঢাকা: পাঁচ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করবে বিএনপি। এ উপলক্ষ্যে পাঁচ জানুয়ারি সারা বাংলাদেশে প্রতিটি জেলা এবং মহানগরে কালো পতাকা মিছিল এবং প্রত্যেক নেতাকর্মী কালো ব্যাচ ধারণ করবে। সাত জানুয়ারি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে দলটি।
বুধবার নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।
সমাবেশের অনুমতির জন্য যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ এবং অনুমতির চেষ্টা করা হচ্ছেবলে তিনি জানান।
জেলা পরিষদ নির্বাচন সম্পর্কে তিনি বলেন, “জেলা পরিষদ নির্বাচন সংবিধান, গণতন্ত্র বিরোধী। শেখ হাসিনা আইয়ুব খানের মত স্বৈরাচারি নীতিতে বিশ্বাস করে। হাসিনা নিজেও একজন স্বৈরাচার। তিনি আইয়ুব খানের মত বিরোধী দল সহ্য করতে পারেন না “
আশুলিয়ার শ্রমিকদের দাবি যৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, “বেতন বৃদ্ধির জন্য শ্রমিকরা যে আন্দোলন করছে তা যৌক্তিক। সরকার কিছু তোষমদকারীর বেতন বৃদ্ধি করে বৈষম্য সৃষ্টি করেছে।” শ্রমিক আন্দোলনে নামে বিএনপির নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে বলেও জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, উপদেষ্টা আব্দুস সালাম, সহ-প্রচার আসাদুল করিম শাহিন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ প্রমুখ।
প্রতিবেদন: শেখ রিয়াল, সম্পাদনা: প্রণব