
ঢাকা: ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে ওয়ানডে দল বাছাইয়ের জন্য মোট তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফি-মুশফিকরা। আগামী ২৫ আগস্ট একটি তারপর ৩ ও ৫ সেপ্টেম্বর আরও দুটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবেন বর্তমানে কন্ডিশনিং ক্যাম্পে থাকা ক্রিকেটাররা।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘২০ সেপ্টেম্বর থেকে বিসিএল শুরু, তাই এর আগে ক্রিকেটারদের তিনটি একদিনের প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ করে দেয়া হচ্ছে। ম্যাচগুলো ইংল্যান্ড সিরিজের প্রস্তুতির জন্যও ধরে নিতে পারেন।’
নান্নুর কথায় পরিষ্কার তিনটি প্রস্তুতি ম্যাচ আসলে ইংল্যান্ড সিরিজের জন্য অঘোষিত ট্রায়াল। নান্নু আরো বলেন, ‘২৫ আগস্ট, ৩ ও ৫ সেপ্টেস্বর তিন প্রস্তুতি ম্যাচের পর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড ঘোষণা করবো আমরা। ৫ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল চুড়ান্ত হবে।’
উল্লেখ্য, আগামী ৭ অক্টোবর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরের ম্যাচ ৯ অক্টোবর একই মাঠে। আর ১২ অক্টোবর তৃতীয় ও শেষ ওয়ানডে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। একই ভেন্যুতে হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের প্রথম টেস্ট শুরু হবে ২০ অক্টোবর।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস