সাদাকালোর ঈদ আকর্ষন ‘চেক’

ময়ুখ ইসলাম, ঢাকা: ঈদ উপলক্ষে ফ্যাশন হাউস সাদাকালো তাদের ক্রেতাদের জন্য কাপড়ে নিয়ে এসেছে কিছুটা ভিন্নতা। তাদের এবারের মূল আকর্ষন ‘চেক ইন সাদা-কালো’।
সাদাকালোর বসুন্ধরার সিটি শপিং মল ব্রাঞ্চ ম্যানেজার শফিকুল সজিব নিউজনেক্সটবিডি ডটকমকে বলেন, ‘এবার সাদাকালোর ক্রেতারা সাদাকালো কাপড়ে চেকের কাজ দেখতে পাবেন। যা সাদাকালো পরিবারে নতুন’। সাদাকালোর সকল আউটলেটে ঈদ উপলক্ষে তৈরী নতুন ডিজাইনের পাঞ্জাবি, শাড়ি, সালোয়ার, কামিজ ও ছোটদের পোশাক তোলা হয়েছে বলেও তিনি জানান।
ক্রেতা সমাগম সম্পর্কে শফিকুল সজিব বলেন, ‘যদিও এখনো ঈদের পূর্ণ ব্যস্ততা শুরু হয়নি। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকায় রোজার আগে থেকেই ক্রেতা সমাগম বেশ ভালো। সব ঠিক থাকলে ১০ রোজার পর থেকে পুরো দমে বাজার জমে উঠবে।’
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে/এসজি