
মনিরুল ইসলাম । নিউজনেক্সট
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবার্হী সংসদ ও সাবেক এমপি এডভোকেট সানজিদা খানম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-০৪ নির্বাচনী এলাকায় নৌকার স্মার্ট প্রচারণায় উচ্ছাস প্রকাশ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফি। নৌকার স্মার্ট প্রচারণায় এডভোকেট সানজিদা
রবিবার বিকেল ৩টায় রাজধানীর জুরাইন শেখ কামাল সরকারি উচ্চ বিদ্যালয়ে ‘সামাজিক নিরাপত্তাবেষ্টনী শেখ হাসিনার হাতে বদলে যাওয়া বাংলাদেশের ছবি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন। অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা-৪ আসনের শ্যামপুর-কদমতলী থানা আওয়ামী লীগ।

আবু আহমেদ মান্নাফি বলেন, ‘সামাজিক নিরাপত্তাবেষ্টনী শেখ হাসিনার হাতে বদলে যাওয়া বাংলাদেশের ছবি’ একটি ব্যতিক্রম অনুষ্ঠান। শেখ হাসিনার দৃশ্যমান উন্নয়নের কথা আমরা জানি কিন্তু অদৃশ্য উন্নয়নের প্রচার হয় না।
তিনি বলেন, এটি একটি মডেল অনুষ্ঠান। শেখ হাসিনার উন্নয়ন দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেয়ার জন্য সারা বাংলাদেশে এধরণের অনুষ্ঠান আয়োজন করা দরকার।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবার্হী সংসদ ও সাবেক এমপি এডভোকেট সানজিদা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সদস্য মো. আইয়ুব আলী খান, অ্যাডভোকেট আসমা আক্তার কেকা। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশন ৫২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমীন ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মাসুদ।
সভাপতিত্ব করেন শ্যামপুর থানা আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. তোফাজ্জল হোসেন। সঞ্চালনা করেন কদমতলী থানা আওয়ামী লীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন।