
ডেস্ক: রূপ ও লাবণ্য ঠিক রাখতে মানুষ কত রকমের চেষ্টা যে চালান তার শেষ নেই। নামিদামি প্রসাধনী দিয়ে ফেসিয়াল করাতে নিয়মিত ছুটে যান পার্লারে! গোল্ড ফেসিয়াল, পার্ল ফেসিয়ালসহ কত রকমের ফেসিয়াল যে করিয়ে থাকেন!
কিন্তু কখনও ব্লাড ফেসিয়াল বা প্ল্যাসেন্টা ফেসিয়ালের নাম শুনেছেন? এমনই সব ফেসিয়াল রয়েছে সারা বিশ্বে, যা শুনলে শুধু অবাক-ই হবেন না, গা শিউরে উঠবে:
ব্লাড ফেসিয়াল: ধমনীতে প্রবাহিত রক্ত নাকি ফেসিয়ালের প্রধান উপাদান! শরীর থেকে সিরিঞ্জে করে রক্ত বের করে ত্বকের ওপর প্রয়োগ। কিছুক্ষণ রেখে জল দিয়ে ধোয়ার পর ঝিলিক দিয়ে ওঠে। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে নাকি এই ফেসিয়াল খুব কার্যকরী। ব্লাড ফেসিয়ালের অন্যতম ভক্ত হলিউড তারকা কিম কার্দাশিয়ান।
স্নেক ম্যাসাজ: দুর্বল মনের মানুষ হলে ভুলেও এই চেষ্টা করতে যাবেন না। আস্ত একটা সাপ সারা শরীরে ম্যাসাজ দেবে। ইন্দোনেশিয়া ও ইসরায়েলের মহিলাদের মধ্যে যদিও এই স্নেক ফেসিয়াল খুব জনপ্রিয়।
পাখির মল দিয়ে ফেসিয়াল: অবাক কাণ্ড হলেও বিশেষজ্ঞরা বলেন, পাখির মল নাকি ত্বকের জন্য ভালো। জাপানে খুব জনপ্রিয় এই ফেসিয়াল। নিমেষের মধ্যে ত্বক উজ্জ্বল হয়ে ওঠে।
শামুক দিয়ে ফেসিয়াল: বিশেষজ্ঞদের মতে, শামুকের শরীর থেকে যে লালা বা শ্লেষ্মা বের হয়, তা ত্বকের জন্য খুব উপযোগী। কারণ, তার মধ্যে রয়েছে প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ব্যাকটেরিয়া, যা ত্বককে উজ্জ্বল করে তোলে। ত্বকে যাতে বয়সের ছাপ না পড়ে, তার জন্য এই ফেসিয়াল কার্যকরী।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসআই