
ডেস্ক: বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার নতুন সিনেমায় সোহানা সাবা ও দেবকে জুটি বাঁধতে দেখা যাবে। নতুন এই ছবিটির নাম ‘চোখের জল’। ছবিটি প্রযোজনা করবে বাংলাদেশের ডিজিটাল মুভিজ এবং কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।
‘এর মাধ্যমে প্রথমবারের মতো এদেশের ছবিতে যুক্ত হলেন দেব’
এর মাধ্যমে প্রথমবারের মতো এদেশের ছবিতে যুক্ত হলেন দেব। এদিকে, সাবা জানালেন, তিনি এ পর্যন্ত যে ক’টি ছবিতে যে ধারার চরিত্রে অভিনয় করেছেন ঠিক তার বিপরীত চরিত্রে দেখা যাবে তাকে।
অন্যদিকে প্রসেনজিৎ-জিৎদের পর যৌথ প্রযোজনার সার্টিফিকেট নিয়ে এবারই প্রথম অভিনয় করবেন দেব। সব মিলিয়ে রূপালি পর্দায় দেব-সাবা রসায়ন মন্দ হবে না বলেই আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রযোজনা সংস্থা ডিজিটাল মুভিজ জানায়, ছবির নায়ক-নায়িকা চূড়ান্ত হয়ে গেছে। রোমান্টিক ও পারিবারিক গল্পে নির্মিত হবে ছবিটি। এর শুটিং শুরু হবে চলতি বছরের শেষ দিকে। পরিচালনা করবেন নির্মাতা বাসুদেব।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস