
ঢাকাঃ গেল সপ্তাহে কলকাতায় মুক্তি পেল পরিচালক অয়ন চক্রবর্তীর ছবি ‘ষড়রিপু’ সিনামাটি। আর এই ছবিতেই কলকাতার অনেক পরিচিত মুখের পাশাপাশি নতুন মুখ হিসাবে দেখা গিয়েছে বাংলারদেশের জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবাকে। টালিগঞ্জে পা রাখতে না রাখতেই দর্শকদের মনও জয় করে নিয়েছেন এই অভিনেত্রী।
শুক্রবার মোট ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ক্রাইম থ্রিলার ‘ষড়রিপু’।
সম্প্রতি কলকাতা ভিত্তিক ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, ‘কলকাতার জীবন থেকে ‘প্রাক্তন’-এর আমেজ মুছতে না মুছতেই সপ্তাহ শেষে আরও এক প্রশংসিত বাংলা ছবির জন্য টিকিট কাটার লাইন। আর এই ছবিতে নতুন মুখ হিসাবে প্রথমেই নজর কেড়েছেন যিনি তিনি অবশ্যই ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা।’
ছবিতে সোহানা সাবার পাশাপাশি আরো অভিনয় করেছেন রজতাভ দত্ত, সুদীপ্তা চক্রবর্তী, ইন্দ্রনীল সেনগুপ্ত, চিরঞ্জিত্ চক্রবর্তী, কনিনীকা বন্দ্যোপাধ্যায়।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/টিএস