সাবিলার ঈদ!

ঢাকা: সামনেই সাবিলার ঈদ! একটু ঘুচিয়ে বলা যাক। আলাদা করে এই ‘ঈদকে’ সাবিলার বলার কারণ হচ্ছে এবারের রোজার ঈদে সাবিলার মোট ১১টি নাটক প্রচার হবে। সেই অর্থে এই ঈদ তো সাবিলার একারই!
সাবিলার ভাষায় বললে, ‘এবার এমন কিছু পরিচালক ও সহশিল্পীদের সঙ্গে কাজ করেছি, যা খুব ভালো লাগার। সালাউদ্দিন লাভলু ও মাহফুজ আহমেদের মতো শিল্পীরা আছেন আমার সাথে। এর মধ্যে কয়েকটি ধারাবাহিকও থাকবে। তাছাড়া এবারই ঈদে আমি সর্বাধিক কাজ করেছি।’
এদিকে সাবিলার ১১টি কাজের মধ্যে দুটি করে নাটকে তার সহশিল্পী থাকছেন মিশু সাব্বির ও জোভান। উল্লেখযোগ্য নাটকগুলো হলো- ‘মিস্টার পাষাণ ইজ ব্যাক’, ‘পলায়ন বিদ্যা’, ‘জোনাকির আলো’, ‘লাভ অ্যান্ড কোং’, ‘ক্ষরণ’।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস