সাবেক অাইজিপি ইসমাইল হুসেন মারা গেছেন

ঢাকা: বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মোঃ ইসমাইল হুসেন মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহছান নিউজনেক্সটবিডি ডটকমকে জানান, সাবেক আইজিপি ইসমাইল হুসেন দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আজ ভোরে তিনি মারা যান।
কামরুল আহছান আরো জানান, বাদ জোহর সাবেক এ আইজিপির নামাজে জানাজা রাজারবাগ পুলিশ লাইনের শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
ইসমাইল হুসেন ১৬/১১/১৯৯৭ থেকে ২৭/০৯/১৯৯৮ খ্রি. পর্যন্ত বাংলাদেশ পুলিশ এর ইন্সপেক্টর জেনারেল এর দায়িত্ব পালন করেন।
প্রতিবেদন: প্রীতম সাহা সুদীপ, সম্পাদনা: প্রণব