
অনলাইন ডেস্ক: গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপ-মন্ত্রী ও ব্রিটিশ-ইরানি দ্বৈত নাগরিক আলিরেজা আকবরীর ফাঁসি কার্যকর করেছে ইরান।
শনিবার (১৪ জানুয়ারি) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা বিবিসি।
দুইদিন আগে আকবরীর পরিবারকে তার সাথে ‘শেষ দেখা’ করতে কারাগারে যেতে বলা হয়েছিল। তাকে নির্জন কারাগারে স্থানান্তরিত করা হয়েছে বলে জানিয়েছিলেন তার স্ত্রী। ফাঁসি কার্যকরের নির্দিষ্ট তারিখ উল্লেখ না করে ইরানের বিচার বিভাগের অফিসিয়াল সংবাদমাধ্যম মিজান জানিয়েছে, আলিরেজা আকবরীকে ফাঁসি দেওয়া হয়েছে।
ইরানের এই সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপ-মন্ত্রীকে ২০১৯ সালে গ্রেপ্তার করা হয়েছিল। তাকে যুক্তরাজ্যের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল, যা তিনি অস্বীকার করেছিলেন।
আলিরেজা আকবরীর ফাঁসি কার্যকর বন্ধ করে অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছিল ব্রিটেন। বুধবার বিবিসি আকবরির একটি অডিও বার্তা প্রকাশ করেছে, যাতে এ ব্রিটিশ-ইরানি দ্বৈত নাগরিক তার ওপর নির্যাতন চালানোর অভিযোগ করেন। যা করেননি, ক্যামেরার সামনে সে অপরাধের বিষয়ে জোর করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে বলেও বার্তায় বলেছেন তিনি।
শুক্রবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি তেহরানকে সতর্ক করে বলেছিলেন, “মৃত্যুদণ্ড কার্যকরের নির্মম হুমকি বাস্তবায়ন করা উচিত হবে না ইরানের। ”এর আগে বুধবার ক্লেভারলি টুইটে আকবরির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে ইঙ্গিত করে লিখেছিলেন, “বর্বর শাসকদের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এই কর্মকাণ্ড মানুষের জীবনকে পুরোপুরি অবজ্ঞা করছে।”
যুক্তরাষ্ট্রও পরে আকবরির ফাঁসি কার্যকর না করার আহ্বান জানায়।
মার্কিন কূটনীতিক ভেদান্ত প্যাটেল বলেছেন, “এই মৃত্যুদণ্ড কার্যকর হবে বিবেকবর্জিত কাজ।”
প্যাটেল শুক্রবার আরও বলেছেন, “আলিরেজা আকবরির বিরুদ্ধে অভিযোগ ও দণ্ড রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”