সাভারে ককটেল ভর্তি ব্যাগ উদ্ধার

সাভার: সাভারে পরিত্যক্ত অবস্থায় ককটেল ভর্তি ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি ঝোপ থেকে ব্যাগটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ঝোপের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় ব্যাগটি পড়ে থাকতে দেখেন স্থানীয় এক ব্যক্তি। এ সময় ব্যাগটি খুলে স্কস্টেপ মোড়ানো বোমা সদৃশ্য কিছু দেখতে পেয়ে সাভার মডেল থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি খুলে মোট ২২টি ককটেল বের করেন। এরপর সেগুলোকে পানিতে বিছিয়ে নিষ্ক্রিয় করেন পুলিশ সদস্যরা। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, ‘পরিত্যক্ত অবস্থায় ককটেল রাখা একটি ব্যাগ উদ্ধার হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এসপিকে/ওয়াইএ