
ঢাকা: ‘এখানে বাস দাঁড়ানো নিষেধ’- ফার্মগেট, সার্কফোয়ারাসহ বিভিন্ন এলাকায় ট্রাফিক পুলিশের এমন নির্দেশনা থাকা সত্ত্বেও গণপরিবহন গুলো বার বার সেখানেই থামছে, উঠাচ্ছে ও নামাচ্ছে যাত্রী। তবে পরিবহন চালকরাই বা কী করবেন! চাকা যে ঘুরছে না।। শনিবার নগরজুড়ে এমন অচলাবস্থা বিরাজ করে।
মোহাম্মদপুর, আসাদগেট, মীরপুর রোড, ফার্মগেট, বাংলামোটর, শাহাবাগ, কাকরাইল এলাকা ঘুরে যানজটের ভয়াবহ চিত্র দেখা যায়।
এদিকে শনিবার কেবল ১২ রোজা চলছে। নগরবাসীর শঙ্কা এই জ্যাম কিছুদিনের মধ্যে আরো ভয়ংকর রূপ ধারণ করতে পারে।
খামারবাড়ি এলাকায় গণপরিবহন যাত্রী মোজাম্মেল হকের সঙ্গে কথা হয়। তিনি জানান, মোহাম্মদপুর থেকে বাংলামোটরের উদ্দেশ্যে রওনা দিয়ে এক ঘন্টা লেগেছে সংসদ ভবনের সামনে পোঁছাতে।
খালেদ নামে আরেক যাত্রী বলেন, ‘প্রতিদিন মনে হচ্ছে যানজট বাড়ছে। কেবল তো শুরু সামনে যে কী হবে?’
এদিকে রাস্তায় যানবাহন ও সাধারণ মানুষ চলাচল নির্বিঘ্ন করতে ট্রাফিক পুলিশকে রাস্তায় নেমে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে।
ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, রমজানে রাস্তায় মানুষের চাপ বেড়ে যায়, ঢাকার বাইরে থেকে প্রতিদিন অনেক মানুষ ঢাকায় আসে। ফলে রাস্তায় পথচারীর সংখ্যা বেড়ে গিয়ে যান চলাচলে বিঘ্ন ঘটছে। এদিকে ঈদের কেনাকাটা জমে ওঠায় বিভিন্ন মার্কেট-ফুটপাতে ক্রেতাদের ভিড় থাকায় যানজটের সৃষ্টি হচ্ছে।
ছবি: জীবন আহম্মেদ ও রেজাউল করিম।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই