Sunday, September 25th, 2022
সাম্প্রদায়িক সন্ত্রাস: প্রধান বিচারপতির উদ্বেগ, আশ্বাস আইনমন্ত্রীর
October 24th, 2021 at 2:29 pm
গত ১৩ থেকে ১৭ অক্টোবরের সাম্প্রদায়িক নৈরাজ্যে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের তিনজনসহ মোট আটজন মারা গেছে।
সাম্প্রদায়িক সন্ত্রাস: প্রধান বিচারপতির উদ্বেগ, আশ্বাস আইনমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সাম্প্রতিক সাম্প্রদায়িক সন্ত্রাস নিয়ে রবিবার উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। একইদিন আইনমন্ত্রী আনিসুল হক জড়িতদের বিচারের আশ্বাস দিয়েছেন।

নিজের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে রবিবার একটি মামলার শুনানিতে প্রধান বিচারপতি এনিয়ে কথা বলেন। সাম্প্রদায়িক হামলা মামলায় অভিযোগ ভুয়া বিবেচনা করে আসামিদের ছেড়ে দিলে কী অবস্থা দাঁড়াবে?- এমন প্রশ্ন তুলে প্রধান বিচারপতি বলেন, “বর্তমান পরিস্থিতিতে এ ধরনের আসামিদের জামিন দিলে সমাজে নেতিবাচক বার্তা ছড়াবে।”

শুনানি শেষে ফরিদপুরের সালথায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বারের জামিন স্থগিত করেন আপিল বিভাগ। জাকির হোসেন মোল্যা (৪০) নামে এক মুসল্লিকে প্রশাসনের একজন কর্মচারী লাঠি দিয়ে পিটিয়ে কোমড় ভেঙ্গে দেওয়ার খবরে ওই ঘটনা ঘটেছিল।

এদিকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “যারা অপরাধ করবে তাদের বিচার হবে। সে যেই দলেরই হোক, যে গোষ্ঠীরই হোক, যে জাতিরই হোক। অপরাধী কিন্তু অপরাধীই, তার বিচার হবে।”

সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতায় এক ছাত্রলীগ নেতার নাম আসা প্রসঙ্গে মন্ত্রী বলেন, “আওয়ামী লীগ অসম্প্রাদায়িক রাজনীতিতে বিশ্বাস করে। কেউ যদি ব্যক্তিস্বার্থে অন্যায় করে তাকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।”

উল্লেখ্য, গত ১৩ থেকে ১৭ অক্টোবরের সাম্প্রদায়িক নৈরাজ্যে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের তিনজনসহ মোট আটজন মারা গেছে।

নিউজনেক্সটবিডি/এসকে