
ঢাকা: সাম্প্রতিককালে বিদেশি ও বিভিন্ন ধর্মের ধর্মগুরুদের হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতেই এ ধরনের হত্যা ও হামলার ঘটনা ঘটানো হচ্ছে।’
সোমবার সন্ধ্যায় গণভবনে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘সব ধর্মেই কিন্তু সহনশীলতার কথা, ভ্রাতৃত্ববোধের কথা, শান্তির কথা বলা হয়েছে। মাঝে মাঝে নানা ধরণের ঘটনা ঘটে। মনে হয় খুব সুপরিকল্পিতভাবেই কিছু ঘটনা ঘটানো হয় এদেশে, একটা সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির উদ্দেশ্যে।’
তিনি বলেন, ‘নিজ নিজ ধর্ম পালনের অধিকার সকলের আছে। আপনারা আপনাদের অধিকার নিয়ে বসবাস করবেন। মুক্তিযুদ্ধের সময় সব ধর্মের মানুষের রক্ত এক হয়ে গেছে।’
শেখ হাসিনা আরো বলেন, ‘হিন্দুধর্মে যে শান্তির বাণী বলা আছে, সেটা যেন ব্যাপকভাবে প্রচার করা হয়। একইভাবে খ্রিস্টান, বৌদ্ধ সবাই যার যার ধর্মের মর্মবাণীটা যেন সঠিকভাবে প্রচার করে।’
সবাইকে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ প্রতিরোধের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা এক হয়ে পথ চলবো। এখন সমগ্র জাতির মধ্যে একটা চেতনার উন্মেষ ঘটেছে, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়েছি সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে। এই চেতনা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। ‘
প্রতিবেদন: প্রীতম সাহা সুদীপ, সম্পাদনা: জাহিদুল ইসলাম