
চুয়াডাঙ্গা: ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগরে মন্দিরে প্রতিমা ভাংচুর ও সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাংচুরের ঘটনায় চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। শুক্রবার সকাল ১১টায় শহরের শহীদ হাসান চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক কিশোর কুমার কুন্ডু, চন্দন চক্রবর্তী ও উজ্জ্বল অধিকারী।
মানববন্ধনে বক্তারা বলেন, ব্রাক্ষণবাড়িয়ায় মন্দিরে ঢুকে প্রতিমা ভাংচুর ও একাধিক সনাতন ধর্মালম্বীদের বাড়িঘরে হামলা চালালেও এখনো পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে আছে দুস্কৃতিকারীরা। মূল দুস্কৃতিকারীদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয় সমাবেশ থেকে।
প্রতিবেদক: কামরুজ্জামান সেলিম, সম্পাদনা: প্রণব