
সাভার: ‘সাম্প্রদায়িকতা নিপাত যাক, বাংলাদেশ মুক্তি পাক’ এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার প্রতিবাদে সোমবার বিকাল সাড়ে পাঁচটায় জাতীয় স্মৃতিসৌধের সামনে মোমবাতি প্রজ্বলন, মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ইউনিটের সনাতন বিদ্যার্থী পরিষদ এবং গণ বিশ্ববিদ্যালয়ের সেচ্ছাসেবী সংগঠন বৃন্ত।
এসময় বিশ্ববিদ্যালয়ের সেচ্ছাসেবী সংগঠন বৃন্তের প্রতিষ্ঠাতা নাজমুল ইসলাম, সহ-সভাপতি নাইম জোয়ার্দার এবং সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ প্রিন্স, সনাতন বিদ্যার্থী পরিষদের সভাপতি প্রভাত কুমার মণ্ডল, নির্ঝর মণ্ডলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি হামলায় ক্ষতিগ্রস্ত মন্দির ও ঘরবাড়ি পুনরায় নির্মাণ এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক ক্ষতিপূরণ দেয়ার দাবি জানানো হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের কালের কণ্ঠ শুভসংঘ ইউনিটের সভাপতি রানা মিত্র প্রতিবাদ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, ‘১৯৭১ সালে একটি অসাম্প্রদায়িক দেশ গড়তেই বাংলাদেশ স্বাধীন হয়। রামুসহ অন্যান্য ঘটনার বিচার না হওয়ায় বারবার এ ধরনের কর্মকাণ্ড ঘটছে। এভাবে চললে সোনার বাংলা গঠনের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।’
এসময় সনাতন বিদ্যার্থী পরিষদের প্রভাত মণ্ডলের কাছে জানতে চাইলে তিনি সবাইকে এর বিরুদ্ধে প্রতিবাদী হতে বলেন। সবাই মিলে চেষ্টা করলে এই সাম্প্রদায়িকতার মূলোৎপাটন সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিবেদন: আসিফ আল আজাদ