
ঢাকা: রাজধানী ঢাকা সহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬ দশমিক ৮। ভূমিকম্পের উৎপত্তি স্থল মিয়ানমার ছিলো বলে রয়টার্স সূত্রে জানা গেছে।
এর আগে মঙ্গলবার সকাল ৮টা ১১ মিনিটে ভূকম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা- ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮। এর উৎপত্তিস্থল মিয়ানমারের মাওলাইক থেকে ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
চট্টগ্রাম
চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়েছে। এ সময় আতঙ্কিত লোকজন বাসা এবং অফিস থেকে রাস্তায় বেরিয়ে আসে। ভূমিকম্পে ব্যাপক আতংক দেখা দেয় বন্দর নগরী চট্টগ্রামে। অনেককে ঘরবাড়ী ছেড়ে খোলা আকাশের নীচে চলে আসতে দেখা যায়।
চট্টগ্রাম ফায়ার বিগ্রেডের অপারেটার নুরুল ইসলাম জানিয়েছেন, ভূমিকম্পে কোথাও কোন ক্ষয়ক্ষতি হয়েছে কি-না তার খোঁজ খবর নেয়া হচ্ছে।
প্রতিবেদক: সজিব ঘোষ, সালেহ নোমান, সম্পাদনা: জাহিদুল ইসলাম