
ঢাকা: আসন্ন ঈদুল আজহার সময় পশু কোরবানির জন্য ঢাকাসহ সব সিটি করপোরেশন ও দেশের পৌর এলাকাগুলোতে ছয় হাজার ২৩৩টি স্থান নির্ধারণ করে দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় আয়োজিত এক বৈঠক শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান।
‘সরকার নির্ধারিত স্থানগুলোতে পৌর ও সিটি করপোরেশনের বাসিন্দাদের কোরবানি করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘এছাড়া যারা নিজ বাড়িতে কোরবানি করবেন, তাদের নিজ উদ্যোগে বর্জ্য অপসারণ করতে হবে।’
এসময় স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক বলেন, ‘এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের সম্ভাব্য কোরবানি দাতার সংখ্যা এক লাখ এক হাজার ৪১০ জন, কোরবানির জন্য সম্ভাব্য পশুর সংখ্যাও এক লাখ এক হাজার ৪১০টি। দক্ষিণে ৫৬৭টি পশু জবাইয়ের স্থান নির্ধারণ করা হয়েছে। এছাড়া পশু জবাইয়ের জন্য ৭৮৫ জন ইমাম ও মাংস প্রক্রিয়ার জন্য ৪৮৪ জন কসাই থাকবেন।’
আবদুল মালেক বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সম্ভাব্য কোরবানি দাতার সংখ্যা ২ লাখ, কোরবানির জন্য সম্ভাব্য পশুর সংখ্যা ২ লাখ ৬০ হাজার। দক্ষিণে ৫৮৩টি পশু জবাইয়ের স্থান, ৮৯৩ জন ইমাম ও ৪৫৪ জন কসাই নির্ধারণ করা হয়েছে।’
সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন উপস্থিত ছিলেন।
নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ